৩৩৯

পরিচ্ছেদঃ ৩৭. নবী (ﷺ) এর বক্তব্য— উভয় কান মাথার অন্তর্ভুক্ত

৩৩৯(২৫). আবু বাকর ইবনে আবু হামেদ আল-খাসীব (রহঃ) ... ইবনে আব্বাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, উযুর বেলায় উভয় কান মাথার অন্তর্ভুক্ত এবং ইহরামের বেলায় মুখমণ্ডলের অন্তর্ভুক্ত।

উমার ইবনে কায়েস (রহঃ) দুর্বল রাবী এবং এই হাদীস ইসমাঈল ইবনে মুসলিম-আতা-ইবনে আব্বাস (রাঃ) সূত্রেও বর্ণিত এবং তার থেকে বর্ণনার ব্যাপারে মতভেদ করা হয়েছে।

بَابُ مَا رُوِيَ مِنْ قَوْلِ النَّبِيِّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - الْأُذُنَانِ مِنَ الرَّأْسِ

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي حَامِدٍ الْخَصِيبُ ، نَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ الْوَاسِطِيُّ ، نَا أَبُو مَنْصُورٍ ، نَا عُمَرُ بْنُ قَيْسٍ ، عَنْ عَطَاءٍ ، عَنِ ابْنِ عَبَّاسٍ ، قَالَ : الْأُذُنَانِ مِنَ الرَّأْسِ فِي الْوُضُوءِ ، وَمِنَ الْوَجْهِ فِي الْإِحْرَامِ . عُمَرُ بْنُ قَيْسٍ ضَعِيفٌ . وَرُوِيَ ، عَنْ إِسْمَاعِيلَ بْنِ مُسْلِمٍ ، عَنْ عَطَاءٍ ، عَنِ ابْنِ عَبَّاسٍ وَاخْتُلِفَ عَنْهُ


হাদিসের মানঃ তাহকীক অপেক্ষমাণ
পুনঃনিরীক্ষণঃ