কোন ভুল থাকলে সেটি রিপোর্ট করার জন্য অনুগ্রহ করে লগইন করুন।
লগইন করুন
লগইন করুন
৩২৫
পরিচ্ছেদঃ ৩৭. নবী (ﷺ) এর বক্তব্য— উভয় কান মাথার অন্তর্ভুক্ত
৩২৫(১১). আবুল হাসান মুহাম্মাদ ইবনে আবদুল্লাহ ইবনে যাকারিয়া আন-নায়সাপুরী (রহঃ) ... ইবনে আব্বাস (রাঃ) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ উভয় কান মাথার অন্তর্ভুক্ত।
* ইবনুল কাত্তান (রহঃ) বলেন, এই হাদীসের সনদসূত্র মুত্তাসিল (অবিচ্ছিন্ন) হওয়ায় এটি সহীহ এবং এর রাবীগণের সকলেই নির্ভরযোগ্য (ছিকাহ)। ইমাম দারাকুতনীর মতে, তার সনদসূত্রে ইজতিরাব (গড়মিল) আছে এবং তা সন্দেহযুক্ত এবং এটি মুরসাল হাদীস। আবদুল হক মুহাদ্দিস দিহ্লাভী (রহঃ) বলেন, এখানে দু'টি হাদীস হওয়ায় অসুবিধা নেই—একটি মুরসাল ও একটি মুসনাদ (অনুবাদক)।
بَابُ مَا رُوِيَ مِنْ قَوْلِ النَّبِيِّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - الْأُذُنَانِ مِنَ الرَّأْسِ
حَدَّثَنَا أَبُو الْحَسَنِ مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ زَكَرِيَّا النَّيْسَابُورِيُّ بِمِصْرَ ، نَا أَحْمَدُ بْنُ عَمْرِو بْنِ عَبْدِ الْخَالِقِ الْبَزَّارُ ، ثَنَا أَبُو كَامِلٍ الْجَحْدَرِيُّ ، نَا غُنْدَرٌ مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ ، عَنِ ابْنِ جُرَيْجٍ ، عَنْ عَطَاءٍ ، عَنِ ابْنِ عَبَّاسٍ ؛ أَنَّ النَّبِيَّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - ، قَالَ : " الْأُذُنَانِ مِنَ الرَّأْسِ