লগইন করুন
পরিচ্ছেদঃ ৩৭. নবী (ﷺ) এর বক্তব্য— উভয় কান মাথার অন্তর্ভুক্ত
৩১৮(৪). মুহাম্মাদ ইবন ইসমাঈল আল-ফারিসী (রহঃ) ... নাফে’ (রহঃ) থেকে বর্ণিত। ইবনে উমর (রাঃ) বলেন, উভয় কান মাথার অংশ। এই হাদীস মাওকূফ।
অনুরূপভাবে এই হাদীস মুহাম্মাদ ইবনে ইসহাক (রহঃ) নাফে’ থেকে এবং আবদুল্লাহ ইবনে নাফে তার পিতার সূত্রে ইবনে উমার (রাঃ) থেকে মাওকুফরূপে বর্ণনা করেন।
بَابُ مَا رُوِيَ مِنْ قَوْلِ النَّبِيِّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - الْأُذُنَانِ مِنَ الرَّأْسِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ إِسْمَاعِيلَ الْفَارِسِيُّ ، نَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ عَبَّادٍ ، أَنَا عَبْدُ الرَّزَّاقِ ، نَا عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ ، عَنْ نَافِعٍ ؛ أَنَّ ابْنَ عُمَرَ ، قَالَ : الْأُذُنَانِ مِنَ الرَّأْسِ . مَوْقُوفٌ وَكَذَلِكَ رَوَاهُ مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ ، عَنْ نَافِعٍ وَعَبْدُ اللَّهِ بْنُ نَافِعٍ ، عَنْ أَبِيهِ ، عَنِ ابْنِ عُمَرَ مَوْقُوفًا