২০২

পরিচ্ছেদঃ ২৩. বিড়ালের উচ্ছিষ্ট

২০২(৯)। আবু বাকর (রহঃ) ... আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, বিড়াল পাত্রে মুখ দিলে তা একবার অথবা দুইবার ধৌত করো। অনুরূপভাবে আইয়ুব (রহঃ) মুহাম্মাদ থেকে, তিনি আবু হুরায়রা (রাঃ) থেকে হাদীসটি মাওকুফরূপে বর্ণনা করেছেন।

بَابُ سُؤْرِ الْهِرَّةِ

ثَنَا أَبُو بَكْرٍ ، نَا أَحْمَدُ بْنُ يُوسُفَ السُّلَمِيُّ ، وَإِبْرَاهِيمُ بْنُ هَانِئٍ ، قَالَا : نَا مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ ، نَا قُرَّةُ ، عَنْ مُحَمَّدِ بْنِ سِيرِينَ ، عَنْ أَبِي هُرَيْرَةَ فِي الْهِرِّ يَلَغُ فِي الْإِنَاءِ ، قَالَ : اغْسِلْهُ مَرَّةً أَوْ مَرَّتَيْنِ . وَكَذَلِكَ رَوَاهُ أَيُّوبُ ، عَنْ مُحَمَّدٍ ، عَنْ أَبِي هُرَيْرَةَ مَوْقُوفًا


হাদিসের মানঃ তাহকীক অপেক্ষমাণ
বর্ণনাকারীঃ আবূ হুরায়রা (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ