১৫৬

পরিচ্ছেদঃ ১৮. মিসওয়াক করা

১৫৬(১). উসমান ইবনে আহমাদ আদ্-দাককাক (রহঃ) ... ইবনে আব্বাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, মেসওয়াক করার মধ্যে দশটি বৈশিষ্ট্য রয়েছে। মহান প্রভুর সন্তুষ্টি, শয়তানের অসন্তুষ্টি, ফেরেশতাদের আনন্দ, দাড়ির সৌন্দর্য, দাঁতের ময়লা বিদূরিত হওয়া, দৃষ্টিশক্তি প্রখর হওয়া, মুখের পবিত্রতা ও পরিচ্ছন্নতা, স্বল্পবাক এবং এটা সুন্নাত, তা নেকী বৃদ্ধি করে। শায়খ আবুল হাসান (রহঃ) বলেন, মুয়াল্লা ইবনে মায়মূন দুর্বল ও পরিত্যক্ত রাবী।

بَابُ السِّوَاكِ

نَا عُثْمَانُ بْنُ أَحْمَدَ الدَّقَّاقُ ، نَا مُحَمَّدُ بْنُ أَحْمَدَ بْنِ الْوَلِيدِ بْنِ بُرْدٍ الْأَنْطَاكِيُّ ، نَا مُوسَى بْنُ دَاوُدَ ، نَا مُعَلَّى بْنُ مَيْمُونٍ ، عَنْ أَيُّوبَ ، عَنْ عِكْرِمَةَ ، عَنِ ابْنِ عَبَّاسٍ ، قَالَ : فِي السِّوَاكِ عَشْرُ خِصَالٍ : مَرْضَاةٌ لِلرَّبِّ تَعَالَى ، وَمَسْخَطَةٌ لِلشَّيْطَانِ ، وَمَفْرَحَةٌ لِلْمَلَائِكَةِ ، جَيِّدٌ لِلَّثَةِ ، وَمُذْهِبٌ بِالْحَفْرِ ، وَيَجْلُو الْبَصَرَ ، وَيُطَيِّبُ الْفَمَ ، وَيُقَلِّلُ الْبَلْغَمَ ، وَهُوَ مِنَ السُّنَّةِ ، وَيَزِيدُ فِي الْحَسَنَاتِ . قَالَ : الشَّيْخُ أَبُو الْحَسَنِ مُعَلَّى بْنُ مَيْمُونٍ ضَعِيفٌ مَتْرُوكٌ


হাদিসের মানঃ তাহকীক অপেক্ষমাণ
পুনঃনিরীক্ষণঃ