১১৮

পরিচ্ছেদঃ ১২. চামড়া প্রক্রিয়াজাত করা

১১৮(২৫). ইসমাঈল ইবনে হারূন ইবনে মারদানশাহ ও মুহাম্মাদ ইবনে মাখলাদ (রহঃ) ... যায়েদ ইবনে ছাবিত (রাঃ) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ মৃত জীবের চামড়া পরিশোধন করলে পবিত্র হয়ে যায়।

بَابُ الدِّبَاغِ

ثَنَا إِسْمَاعِيلُ بْنُ هَارُونَ بْنِ مَرْدَانْشَاهْ ، وَمُحَمَّدُ بْنُ مَخْلَدٍ ، قَالَا : نَا إِسْحَاقُ بْنُ أَبِي إِسْحَاقَ الصَّفَّارُ ، نَا الْوَاقِدِيُّ ، نَا مُعَاذُ بْنُ مُحَمَّدٍ الْأَنْصَارِيُّ ، عَنْ عَطَاءٍ الْخُرَاسَانِيِّ ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ ، عَنْ زَيْدِ بْنِ ثَابِتٍ ، عَنِ النَّبِيِّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - ، قَالَ : " دِبَاغُ جُلُودِ الْمَيْتَةِ طَهُورُهَا


হাদিসের মানঃ তাহকীক অপেক্ষমাণ
বর্ণনাকারীঃ যায়দ ইবনু সাবিত (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ