৮১

পরিচ্ছেদঃ ৭. গরম পানি সম্পর্কে

৮১(১). আল হুসায়ন ইবনে ইসমাঈল (রহঃ) ... উমর (রাঃ) এর মুক্তদাস আসলাম (রহঃ) থেকে বর্ণিত। উমর ইবনুল খাত্তাব (রাঃ) এর জন্য পাত্রে পানি গরম করা হতো এবং তা দিয়ে গোসল করতেন। এই হাদীসের সনদ সহীহ।

بَابُ الْمَاءِ الْمُسَخَّنِ

حَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ إِسْمَاعِيلَ ، حَدَّثَنَا إِدْرِيسُ بْنُ الْحَكَمِ ، نَا عَلِيُّ بْنُ غُرَابٍ ، عَنْ هِشَامِ بْنِ سَعْدٍ ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ ، عَنْ أَسْلَمَ مَوْلَى عُمَرَ ، أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ كَانَ يُسَخَّنُ لَهُ مَاءٌ فِي قُمْقُمَةٍ وَيَغْتَسِلُ بِهِ . هَذَا إِسْنَادٌ صَحِيحٌ


হাদিসের মানঃ তাহকীক অপেক্ষমাণ
বর্ণনাকারীঃ আসলাম (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ