কোন ভুল থাকলে সেটি রিপোর্ট করার জন্য অনুগ্রহ করে লগইন করুন।
লগইন করুন
লগইন করুন
৪৯৮
পরিচ্ছেদঃ ১৪. দু ‘ঈদের সালাত - ঈদের সালাতের জন্য বের হলে রাস্তা পরিবর্তন শরীয়তসম্মত
৪৯৮. আবূ দাউদ ইবনু ’উমার (রাঃ) হতেও অনুরূপ হাদীস বর্ণনা করেছেন।[1]
[1] আবূ দাউদ ১১৫৬, ইবনু মাজাহ ১১৯৯। আবূ দাউদের বর্ণনায় রয়েছে, ইবনু উমার (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ أن رسول الله صلى الله عليه وسلم أخذ يوم العيد في طريق، ثم رجع في طريق آخر রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন এক রাস্তা দিয়ে যেতেন। আর অন্য রাস্তা দিয়ে ফিরতেন।
وَلِأَبِي دَاوُدَ: عَنِ ابْنِ عُمَرَ, نَحْوُهُ - صحيح بما قبله وبما له من شواهد. رواه أبو داود (1156) ولفظه: عن ابن عمر؛ أن رسول الله صلى الله عليه وسلم أخذ يوم العيد في طريق، ثم رجع في طريق آخر