৩৮২

পরিচ্ছেদঃ ৯. নফল সালাত-এর বিবরণ - রাতের সালাত বিতর দ্বারা শেষ করা মুস্তাহাব

৩৮২. ’আবদুল্লাহ ইবনু ’উমার (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ বিতরকে তোমাদের রাতের শেষ সালাত করবে।[1]

وَعَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا; عَنِ النَّبِيِّ - صلى الله عليه وسلم - قَالَ: «اجْعَلُوا آخِرَ صَلَاتِكُمْ بِاللَّيْلِ وِتْرًا». مُتَّفَقٌ عَلَيْهِ - صحيح. رواه البخاري (998)، ومسلم (751) (151)


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ