৩৭৯

পরিচ্ছেদঃ ৯. নফল সালাত-এর বিবরণ - রাতে নাবী (ﷺ) এর সালাত আদায়ের পদ্ধতি

৩৭৯. ’আয়িশা (রাঃ) থেকেই বৰ্ণিত। তিনি বলেন, আল্লাহর রসূল (রাঃ) রাতের সকল অংশে (অর্থাৎ বিভিন্ন রাতে বিভিন্ন সময়ে) বিতর আদায় করতেন আর (জীবনের) শেষ দিকে সাহরীর সময় তিনি বিতর আদায় করতেন।[1]

وَعَنْهَا قَالَتْ: مِنْ كُلِّ اللَّيْلِ قَدْ أَوْتَرَ رَسُولُ اللَّهِ - صلى الله عليه وسلم - فَانْتَهَى وِتْرُهُ إِلَى السَّحَرِ. مُتَّفَقٌ عَلَيْهِمَا - صحيح. رواه البخاري (996)، ومسلم (745)


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ