৩০৯

পরিচ্ছেদঃ ৭. সালাত সম্পাদনের পদ্ধতি - বিতরের কুনূতে যা পড়তে হয়

৩০৯. বাইহাক্বীতে ইবনু ’আব্বাস (রাঃ) থেকে বর্ণিত হাদীস রয়েছে, তিনি বলেন- নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দু’আ শিখিয়ে দিতেন, যার দ্বারা আমরা ফজরের কুনূতের সময় দু’আ করতাম। এর সানাদে দুর্বলতা রয়েছে।[1]

وَلِلْبَيْهَقِيِّ عَنِ ابْنِ عَبَّاسٍ -رَضِيَ اللَّهُ عَنْهُمَا: كَانَ رَسُولُ اللَّهِ - صلى الله عليه وسلم - يُعَلِّمُنَا دُعَاءً نَدْعُو بِهِ فِي الْقُنُوتِ مِنْ صَلَاةِ الصُّبْحِ. وَفِي سَنَدِهِ ضَعْفٌ - ضعيف. رواه البيهقي (2/ 210)


হাদিসের মানঃ যঈফ (Dai'f)
পুনঃনিরীক্ষণঃ