১৭৯

পরিচ্ছেদঃ ২. আযান (সালাতের জন্য আহ্বান) - আযানের বিবরণ

১৭৯। ইবনু খুযাইমাহতে আনাস (রাঃ) হতে বৰ্ণিত। তিনি বলেছেন, যখন মুয়াযযিন ফজরের আযানে ’হায়ইয়া আলাল ফালাহ’ বলেন তারপর ’আস সালাতু খাইরুম মিনান্নাওম’ বলা সুন্নাত।[1]

وَلِابْنِ خُزَيْمَةَ: عَنْ أَنَسٍ قَالَ: مِنَ السُّنَّةِ إِذَا قَالَ الْمُؤَذِّنُ فِي الْفَجْرِ: حَيَّ عَلَى الْفَلَاحِ, قَالَ: الصَّلَاةُ خَيْرٌ مِنَ النَّوْمِ - رواه ابن خزيمة (386) بسند صحيح


হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ আনাস ইবনু মালিক (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ