কোন ভুল থাকলে সেটি রিপোর্ট করার জন্য অনুগ্রহ করে লগইন করুন।
লগইন করুন
লগইন করুন
৩৫৪৬
পরিচ্ছেদঃ সবর (ধৈর্যের) বিবরণ
(৩৫৪৬) আবূ য়্যাহয়্যা উসাইদ ইবনে হুযবাইর (রাঃ) হতে বর্ণিত, একজন আনসারী বললেন, ’হে আল্লাহর রসূল! আপনি আমাকে কোন সরকারী পদ দেবেন না কি, যেমন অমুক লোককে দিয়েছেন?’ তিনি বললেন, তোমরা আমার (মৃত্যুর) পর (অবৈধভাবে) অগ্রাধিকার দেওয়ার কাজ দেখবে! সুতরাং ধৈর্য ধারণ করবে; যে অবধি তোমরা হাওযের কাছে আমার সঙ্গে সাক্ষাৎ না করবে।
(বুখারী ৩৭৯২, ৭০৫৭, মুসলিম ৪৮৮৫)
وَعَنْ أَبِـيْ يَـحْيٰى أُسَيْدِ بْنِ حُضَيْرٍ أنَّ رَجُلًا مِنَ الْأنْصارِ قَالَ : يَا رَسُوْلَ الله أَلاَ تَسْتَعْمِلُنِـيْ كَمَا اسْتَعْمَلْتَ فُلانًا فَقَالَ إِنَّكُمْ سَتَلْقَوْنَ بَعْدِيْ أَثَرَةً فَاصْبِرُوْا حَتّٰـى تَلْقَوْنـيْ عَلَى الْـحَوْضِ مُتَّفَقٌ عَلَيهِ