৩৫৪৫

পরিচ্ছেদঃ সবর (ধৈর্যের) বিবরণ

(৩৫৪৫) ইবনে মাসউদ (রাঃ) হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার পরে (শাসকগোষ্ঠী দ্বারা অবৈধভাবে) প্রাধান্য দেওয়ার কাজ হবে এবং এমন অনেক কাজ হবে যেগুলোকে তোমরা মন্দ জানবে।’’ সাহাবাগণ জিজ্ঞাসা করলেন, ’হে আল্লাহর রসূল! আপনি (সেই অবস্থায়) আমাদেরকে কী আদেশ দিচ্ছেন?’ তিনি বললেন, ’’যে অধিকার আদায় করার দায়িত্ব তোমাদের আছে, তা তোমরা আদায় করবে এবং তোমাদের যে অধিকার তা তোমরা আল্লাহর কাছে চেয়ে নেবে।

وَعَنِ ابنِ مَسعُودٍ أن رَسُوْلَ الله ﷺ قَالَ إنَّهَا سَتَكونُ بَعْدِي أثَرَةٌ وأُمُورٌ تُنْكِرُونَها قَالُوا : يَا رَسُول الله فَمَّا تَأْمُرُنا ؟ قَالَ تُؤَدُّونَ الْحَقَّ الَّذِي عَلَيْكُمْ وَتَسأَلُونَ الله الَّذِي لَكُمْ مُتَّفَقٌ عَلَيهِ

وعن ابن مسعود ان رسول الله ﷺ قال انها ستكون بعدي اثرة وامور تنكرونها قالوا : يا رسول الله فما تامرنا ؟ قال تودون الحق الذي عليكم وتسالون الله الذي لكم متفق عليه

হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
হাদীস সম্ভার
২৭/ আদব