কোন ভুল থাকলে সেটি রিপোর্ট করার জন্য অনুগ্রহ করে লগইন করুন।
লগইন করুন
লগইন করুন
৩৫২৭
পরিচ্ছেদঃ সবর (ধৈর্যের) বিবরণ
(৩৫২৭) আবূ সাঈদ (রাঃ) ও আবূ হুরাইরা (রাঃ) হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিমকে যে কোন ক্লান্তি, অসুখ, চিন্তা, শোক এমন কি (তার পায়ে) কাঁটাও লাগে, আল্লাহ তাআলা এর মাধ্যমে তার গোনাহসমূহ ক্ষমা করে দেন।
(বুখারী ৫৬৪১-৫৬৪২, মুসলিম ৬৭৩৩)
وعَنْ أَبِي سعيدٍ وأبي هريرةَ رضيَ الله عنهما عن النَّبيِّ ﷺ قَالَ مَا يُصيبُ المُسْلِمَ مِنْ نَصَبٍ، وَلاَ وَصَبٍ، وَلاَ هَمٍّ وَلاَ حَزَنٍ وَلاَ أذَىً وَلاَ غَمٍّ حَتّٰـى الشَّوكَةُ يُشَاكُهَا إلاَّ كَفَّرَ اللهُ بِهَا مِنْ خَطَاياهُ مُتَّفَقٌ عَلَيهِ