৩৫২৮

পরিচ্ছেদঃ সবর (ধৈর্যের) বিবরণ

(৩৫২৮) ইবনে মাসউদ (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খিদমতে উপস্থিত হলাম। সে সময় তিনি জ্বর ভুগছিলেন। আমি বললাম, ’হে আল্লাহর রসূল! আপনার যে প্রচণ্ড জ্বর!’ তিনি বললেন, হ্যাঁ! তোমাদের দু’জনের সমান আমার জ্বর আসে। আমি বললাম, ’তার জন্যই কি আপনার পুরস্কারও দ্বিগুণ?’ তিনি বললেন, ’’হ্যাঁ! ব্যাপার তা-ই। (অনুরূপ) যে কোন মুসলিমকে কোন কষ্ট পৌঁছে, কাঁটা লাগে অথবা তার চেয়েও কঠিন কষ্ট হয়, আল্লাহ তাআলা এর কারণে তার পাপসমূহকে মোচন ক’রে দেন এবং তার পাপসমূহকে এইভাবে ঝরিয়ে দেওয়া হয়; যেভাবে গাছ তার পাতা ঝরিয়ে দেয়।

وَعَنِ ابنِ مَسعودٍ قَالَ : دخلتُ عَلَى النَّبيِّ ﷺ وَهُوَ يُوعَكُ فقلت : يَا رَسُوْلَ الله إنَّكَ تُوْعَكُ وَعْكاً شَدِيداً قَالَ أجَلْ إنِّي أُوعَكُ كَمَا يُوعَكُ رَجُلانِ مِنكُمْ قلْتُ: ذلِكَ أن لَكَ أجْرينِ ؟ قَالَ أَجَلْ ذلِكَ كَذلِكَ مَا مِنْ مُسْلِمٍ يُصيبُهُ أذىً شَوْكَةٌ فَمَا فَوقَهَا إلاَّ كَفَّرَ اللهُ بهَا سَيِّئَاتِهِ وَحُطَّتْ عَنْهُ ذُنُوبُهُ كَمَا تَحُطُّ الشَّجَرَةُ وَرَقَهَا مُتَّفَقٌ عَلَيهِ

وعن ابن مسعود قال : دخلت على النبي ﷺ وهو يوعك فقلت : يا رسول الله انك توعك وعكا شديدا قال اجل اني اوعك كما يوعك رجلان منكم قلت: ذلك ان لك اجرين ؟ قال اجل ذلك كذلك ما من مسلم يصيبه اذى شوكة فما فوقها الا كفر الله بها سيىاته وحطت عنه ذنوبه كما تحط الشجرة ورقها متفق عليه

হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
হাদীস সম্ভার
২৭/ আদব