৩৪০০

পরিচ্ছেদঃ রসিকতা ও মস্করা

(৩৪০০)উক্ত আনাস (রাঃ) বলেন, একদা এক আনসারী বৃদ্ধা এসে বলল, ’হে আল্লাহর রসূল! আপনি দু’আ করে দিন যাতে আল্লাহ আমাকে জান্নাতে প্রবেশ করান।’ তিনি মস্করা করে বললেন, ’বৃদ্ধারা জান্নাতে প্রবেশ করবে না।’’ তা শুনে বৃদ্ধা কাঁদতে কাঁদতে প্রস্থান করল। তিনি সাহাবাদেরকে বললেন, ওকে বলে দাও যে, বৃদ্ধাবস্থায় ও জান্নাতে যাবে না। (বরং সে যুবতী হয়ে যাবে।) মহান আল্লাহ বলেছেন, তাদেরকে আমি সৃষ্টি করেছি বিশেষরূপে। তাদেরকে করেছি কুমারী। প্রেমময়ী ও সমবয়স্কা। (ওয়াক্বিআহঃ ৩৫-৩৭)

وَعَنْهُ قَالَ: أَتَتْ عَجُوْزٌ مِنَ الْأَنْصَارِ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَتْ : يَا رَسُوْلَ اللهِ اُدْعُ لِيْ بِالْمَغْفِرَةِ فَقَالَ لَهَا : أَمَا عَلِمْتِ أَنَّ الجَنَّةَ لاَ يَدخلُهُاَ العَجَاَئِزُ وَفِي رِوَايَةٍ العَجُوْزُ وفي رواية لاَ تَدخُلُ الجَنَّةَ عَجُوزٌ فَبَكَتْ وفي رواية فَصَرَخَتْ فَتَبَسَّمَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَقَالَ لَهَا : لَسْتِ يَومَئذٍ يِعَجُوزٍ أَمَا قَرَأتِ قَولَهُ تعالى : ( إِنَّا أَنشَأنَاهُنَّ إِنشَاءَ فَجَعَلنَاهُنَّ أَبكاَراً عُرُباً أَتَراباً)


হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ আনাস ইবনু মালিক (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ