পরিচ্ছেদঃ রসিকতা ও মস্করা
(৩৩৯৯) আনাস (রাঃ) কর্তৃক বর্ণিত, একদা এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এসে সওয়ারী উট চাইলে তিনি বললেন, তোমাকে একটি উটনীর বাচ্চা দেব। লোকটি বলল, ’হে আল্লাহর রসূল! বাচ্চা নিয়ে কী করব?’ তিনি বললেন, উটনী ছাড়া কি উট আর কেউ জন্ম দেয়? (অর্থাৎ সব উটই তো তার মায়ের বাচ্চা।)
عَنْ أَنَسٍ أَنَّ رَجُلاً أَتَى النَّبِىَّ ﷺ فَقَالَ يَا رَسُوْلَ اللهِ احْمِلْنِى قَالَ النَّبِىُّ ﷺ إِنَّا حَامِلُوكَ عَلَى وَلَدِ نَاقَةٍ قَالَ وَمَا أَصْنَعُ بِوَلَدِ النَّاقَةِ فَقَالَ النَّبِىُّ ﷺ وَهَلْ تَلِدُ الإِبِلَ إِلاَّ النُّوقُ
عن انس ان رجلا اتى النبى ﷺ فقال يا رسول الله احملنى قال النبى ﷺ انا حاملوك على ولد ناقة قال وما اصنع بولد الناقة فقال النبى ﷺ وهل تلد الابل الا النوق
(আবু দাঊদ ৫০০০, তিরমিযী ১৯৯১, মিশকাত ৪৮৮৬, বিশুদ্ধ সনদে)