কোন ভুল থাকলে সেটি রিপোর্ট করার জন্য অনুগ্রহ করে লগইন করুন।
লগইন করুন
লগইন করুন
২৬৪৭
পরিচ্ছেদঃ খোলা ও তালাক
(২৬৪৭) সাওবান (রাঃ) হতে বর্ণিত, ’’নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে স্ত্রীলোক অকারণে তার স্বামীর নিকট থেকে তালাক চাইবে সে স্ত্রীলোকের জন্য জান্নাতের সুগন্ধও হারাম হয়ে যাবে।
(আহমাদ ২২৩৭৯, আবূ দাঊদ ২২২৬, তিরমিযী ১১৮৭, ইবনে মাজাহ ২০৫৫, ইবনে হিব্বান, বাইহাকী ৭/৩১৬, সহীহুল জামে’ ২৭০৬)
عَنْ ثَوْبَانَ قَالَ قَالَ رَسُوْلُ ﷺ (أَيُّمَا امْرَأَةٍ سَأَلَتْ زَوْجَهَا الطَّلَاقَ مِنْ غَيْرِ مَا بَأْسٍ فَحَرَامٌ عَلَيْهَا رَائِحَةُ الْجَنَّةِ