কোন ভুল থাকলে সেটি রিপোর্ট করার জন্য অনুগ্রহ করে লগইন করুন।
লগইন করুন
লগইন করুন
২৩৩৯
পরিচ্ছেদঃ কারো মুখোমুখি প্রশংসা করা মাকরূহ
(২৩৩৯) মুআবিয়া (রাঃ) কর্তৃক বর্ণিত, আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুখোমুখি প্রশংসা করা ও নেওয়া হতে দূরে থাক, কারণ তা যবাই।
(আহমাদ ১৬৮৩৭, ইবনে মাজাহ ৩৭৪৩, ত্বাবারানী ১৬১৭২, বাইহাক্বীর শুআবুল ঈমান ১০৩০৭, সহীহুল জামে ২৬৭৪)
وَعَن مُعَاوِيَةَ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ ﷺ إِيَّاكُمْ وَالتَّمَادُحَ فَإِنَّهُ الذَّبْحُ