২২৫৫

পরিচ্ছেদঃ দুর্নীতি, অন্যায়-অত্যাচার করা হারাম এবং অন্যায়ভাবে নেওয়া জিনিস ফেরৎ দেওয়া জরুরী

(২২৫৫) হামযাহ (রাঃ) এর স্ত্রী খাওলাহ বিনতে আমের আনসারী (রাঃ) বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছি, কিছু লোক আল্লাহর মাল নাহক ব্যয়-বন্টন করবে। সুতরাং তাদের জন্য কিয়ামতের দিন জাহান্নামের আগুন রয়েছে।

وَعَن خَولَةَ بِنتِ عَامِرٍ الأنصَارِيَّة وَهِيَ امرأَةُ حَمْزَةَ رَضِيَ الله عَنهُمَا قَالَتْ : سَمِعتُ رَسُولَ الله ﷺ يقول إنَّ رِجَالاً يَتَخَوَّضُونَ فِي مَالِ الله بغَيرِ حَقٍّ فَلَهُمُ النَّارُ يَومَ القِيَامَةِ رواه البخاري


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ