কোন ভুল থাকলে সেটি রিপোর্ট করার জন্য অনুগ্রহ করে লগইন করুন।
লগইন করুন
লগইন করুন
২১১৯
পরিচ্ছেদঃ কুকুর পোষার বিধান
(২১১৯) একদা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর গৃহে একটি কুকুর প্রবেশ করলে জিবরীল প্রবেশ করেননি। কারণ জিজ্ঞাসা করলে জিবরীল বলেছিলেন, إِنَّا لَا نَدْخُلُ بَيْتًا فِيهِ صُورَةٌ وَلَا كَلْبٌ আমরা সে ঘরে প্রবেশ করি না, যে ঘরে মূর্তি (বা ছবি) অথবা কুকুর থাকে।
(বুখারী ৩২২৭, মুসলিম ৫৬৩৩)
-