২১০৯

পরিচ্ছেদঃ উট বা অন্যান্য পশুর গলায় ঘনটা বাঁধা বা সফরে কুকুর এবং ঘুঙুর সঙ্গে রাখা মাকরূহ

(২১০৯) আবূ হুরাইরা (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই কাফেলার সঙ্গে (রহমতের) ফিরিশতা থাকেন না, যাতে কুকুর কিংবা ঘুঙুর থাকে।

عَن أَبِيْ هُرَيرَةَ قَالَ : قَالَ رَسُولُ اللهِ ﷺلاَ تَصْحَبُ المَلاَئِكَةُ رُفْقَةً فِيهَا كَلْبٌ أَوْ جَرَسٌ رواه مسلم


হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ আবূ হুরায়রা (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ