কোন ভুল থাকলে সেটি রিপোর্ট করার জন্য অনুগ্রহ করে লগইন করুন।
লগইন করুন
লগইন করুন
২১০৩
পরিচ্ছেদঃ শয়তানকে গালি
(২১০৩) আবূ মালীহ এক ব্যক্তি থেকে বর্ণনা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, (কোন বিপদকালে) বলো না যে, ’শয়তান ধ্বংস হোক।’ যেহেতু এতে সে স্ফীত হয়ে ঘরের সমান হয় এবং বলে, ’আমি নিজ শক্তিতে ওকে বিপদগ্রস্ত করেছি।’ বরং তুমি বলো, ’বিসমিল্লাহ।’ এ কথা বললে, সে মাছির মত ছোট হয়ে যায়।
(আহমাদ ২০৫৯২, আবূ দাঊদ ৪৯৮৪, সহীহুল জামে’ ৭২৭৮)
عَنْ أَبِى الْمَلِيحِ عَنْ رَجُلٍ قَالَ قَالَ النَّبِيُ ﷺ لاَ تَقُلْ تَعِسَ الشَّيْطَانُ فَإِنَّكَ إِذَا قُلْتَ ذٰلِكَ تَعَاظَمَ حَتّٰـى يَكُونَ مِثْلَ الْبَيْتِ وَيَقُولَ بِقُوَّتِى وَلَكِنْ قُلْ بِسْمِ اللهِ فَإِنَّكَ إِذَا قُلْتَ ذٰلِكَ تَصَاغَرَ حَتّٰـى يَكُونَ مِثْلَ الذُّبَابِ