১৫৯৪

পরিচ্ছেদঃ ১. তৃতীয় অনুচ্ছেদ - রোগী দেখা ও রোগের সাওয়াব

১৫৯৪-[৭২] ’আবদুল্লাহ ইবনু ’আব্বাস (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি সফররত অবস্থায় মারা যায় সে শাহীদ। (ইবনু মাজাহ)[1]

وَعَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَوْتُ غُرْبَةٍ شَهَادَةٌ» . رَوَاهُ ابْن مَاجَه

ব্যাখ্যা: (غُرْبَةٍ) শব্দের অর্থ হল নিজের দেশ বা এলাকা হতে অনেক দূরে থাকা। শাহীদের হুকুমটি আখিরাতে দৃষ্টিভঙ্গীতে আর এই মর্যাদা তখনই প্রযোজ্য হবে যদি দূরে অবস্থানকারী বা অবস্থানকারী পাপী না হয়। আর হাদীস প্রমাণ করে দূরে মৃত্যুবরণের ফাযীলাত।


হাদিসের মানঃ যঈফ (Dai'f)
পুনঃনিরীক্ষণঃ