লগইন করুন
পরিচ্ছেদঃ ৭. দ্বিতীয় অনুচ্ছেদ - মাসজিদ ও সালাতের স্থান
৭৩৭-[৪৯] আবূ সা’ঈদ আল খুদরী (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ কবরস্থান ও গোসলখানা ছাড়া দুনিয়ার আর সব জায়গায়ই মাসজিদ। কাজেই সব জায়গায়ই সালাত (সালাত/নামায/নামাজ) আদায় করা যায়। (আবূ দাঊদ, তিরমিযী ও দারিমী)[1]
وَعَنْ أَبِي سَعِيدٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الْأَرْضُ كُلُّهَا مَسْجِدٌ إِلَّا الْمَقْبَرَةَ وَالْحَمَّامَ» . رَوَاهُ أَبُو دَاوُدَ وَالتِّرْمِذِيُّ والدارمي
ব্যাখ্যা : ভূ-পৃষ্ঠ সম্পূর্ণটাই মাসজিদ (সিজদা্ দেয়ার বৈধ স্থান)। এটা এ উম্মাতের বিশেষ বৈশিষ্ট্য। এ উম্মাতের জন্য হাদীসে বর্ণিত দু’টি স্থান ব্যতীত পৃথিবীর সকল স্থানে সালাত (সালাত/নামায/নামাজ) আদায় বৈধ। এ দু’টি হচ্ছে কবরস্থান এবং গোসলখানা। কবরস্থানে সালাত (সালাত/নামায/নামাজ) আদায় অবৈধ করে কবর ও মাযারপূজার প্রবণতা প্রতিরোধ করা হয়েছে।
এমনিভাবে গোসলখানায়ও সালাত বৈধ হবে না। হোক সে স্থান পরিষ্কার-পরিচ্ছন্ন কিংবা নোংরা-অপরিচ্ছন্ন। কারণ হচ্ছে গোসলখানা খবীস শায়ত্বনের (শয়তানের) স্থান। সেখানে ওয়াস্ওয়াসার পরিবেশ বিদ্যমান থাকে। তাছাড়া অন্তরের খুশু’-খুযূ আসে না।