৪৩২৭

পরিচ্ছেদঃ ৬. যথাসম্ভব শাস্তির বিধান গোপন করা।

৪৩২৭. মুহাম্মদ ইবন উবাযদ (রহঃ) .... ইবন মুনকাদির (রহঃ) থেকে বর্ণিত যে, হুযালা (রাঃ) মাইয (রাঃ)-কে বলেন, তুমি নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট গিয়ে তোমার অপকর্মের (যিনার) কথা তাঁকে বল।

باب فِي السَّتْرِ عَلَى أَهْلِ الْحُدُودِ

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عُبَيْدٍ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، حَدَّثَنَا يَحْيَى، عَنِ ابْنِ الْمُنْكَدِرِ، أَنَّ هَزَّالاً، أَمَرَ مَاعِزًا أَنْ يَأْتِيَ النَّبِيَّ صلى الله عليه وسلم فَيُخْبِرَهُ ‏.‏


Ibn al-Muakadir said: Huzzal had ordered Ma’iz to go to the prophet (ﷺ) and tell him(about his having committed adultery).