২৪০৬

পরিচ্ছেদঃ ২৩৭. রোযাদার ব্যক্তি কী পরিমাণ দূরত্ব অতিকরম করলে রোযা না রেখে পানাহার করবে।

২৪০৬. মুসাদ্দাদ .... নাফি’ (রহঃ) হতে বর্ণিত। তিনি বলেন, ইবন উমার (রাঃ) যখন গাবা নামক স্থানের দিকে রওনা হতেন, তখন তিনি ইফতার (রোযা ভঙ্গ) করতেন না, আর নামাযও কসর করতেন না।

باب قَدْرِ مَسِيرَةِ مَا يُفْطِرُ فِيهِ

حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا الْمُعْتَمِرُ، عَنْ عُبَيْدِ اللَّهِ، عَنْ نَافِعٍ، أَنَّ ابْنَ عُمَرَ، كَانَ يَخْرُجُ إِلَى الْغَابَةِ فَلاَ يُفْطِرُ وَلاَ يَقْصُرُ ‏.‏


Nafi' said: Ibn 'Umar used to go out to al-Ghabah (jungle), but he neither broke his fast, nor shortened his prayer.


হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ নাফি‘ (রহঃ)
পুনঃনিরীক্ষণঃ