কোন ভুল থাকলে সেটি রিপোর্ট করার জন্য অনুগ্রহ করে লগইন করুন।
লগইন করুন
লগইন করুন
১২১
পরিচ্ছেদঃ ১/৮৪. নাবী (ﷺ)-এর গোপনীয় বিশেষ প্রার্থনা যা হবে তার উম্মতের জন্য শাফা’আত কামনা।
১২১. আবূ হুরায়রাহ (রাযি.) হতে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ প্রত্যেক নবীর একটি (বিশেষ) দু’আ রয়েছে। আমার সে দু’আটি কিয়ামতের দিন আমার উম্মাতের শাফা’আতের জন্য লুকিয়ে রাখার ইচ্ছে করছি ইনশা আল্লাহ্।
সহীহুল বুখারী, পৰ্ব ৯৭ : তাওহীদ, অধ্যায় ৩১, হাঃ ৭৪৭৪; মুসলিম, পর্ব ১: ঈমান, অধ্যায় ৮৬, হাঃ ১৯৮
حَدِيْثُ أَبِيْ هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم لِكُلِّ نَبِيٍّ دَعْوَةٌ فَأُرِيدُ إِنْ شَاءَ اللهُ أَنْ أَخْتَبِيَ دَعْوَتِي شَفَاعَةً لِأُمَّتِي يَوْمَ الْقِيَامَةِ