লগইন করুন
পরিচ্ছেদঃ ৭৯: ন্যায়পরায়ণ শাসকের মাহাত্ম্য
২/৬৬৫। ’আব্দুল্লাহ ইবনে ’আমর ইবনুল ’আস (রাযিয়াল্লাহু আনহুমা) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ নিশ্চয় ন্যায় বিচারকরা আল্লাহর নিকট জ্যোতির মিম্বরের উপর অবস্থান করবে। যারা তাদের বিচারে এবং তাদের গৃহবাসীদের মধ্যে ও যে সমস্ত কাজে তারা দায়িত্বপ্রাপ্ত হয়েছে, তাতে তারা ইনসাফ করে’’ (মুসলিম) [1]
بَابُ الْوَالِي الْعَادِلِ - (79)
وَعَن عَبدِ اللهِ بنِ عَمرِو بنِ العَاصِ رَضِيَ اللهُ عَنهُمَا، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم: «إنَّ المُقْسِطِينَ عِنْدَ اللهِ عَلَى مَنَابِرَ مِنْ نُورٍ: الَّذِينَ يَعْدِلُونَ في حُكْمِهِمْ وأَهْلِيْهِم وَمَا وَلُوْا ». رواه مسلم
(79) Chapter: The Just Ruler
'Abdullah bin 'Amr bin Al-'as (May Allah be pleased with them) reported:
The Messenger of Allah (ﷺ) said, "The just will be seated upon pulpits of light." Those who are fair with regards to their judgement and their family and those who are under them."
[Muslim].
Commentary: How will be the likeness of the pulpits of light? Although we are not aware of their reality, yet we are supposed to have faith in them. We must also believe that these people (just rulers) will be under the shade of the Throne or the Divine mercy, while people will be drenched in their sweat depending on their deeds. The Hadith throws light on the excellence of justice and the high rank of those who do justice.