১৬০৫

পরিচ্ছেদঃ খুমুস বা গনীমতের এক পঞ্চমাংশ।

১৬০৫। কুতায়বা (রহঃ) ... ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবদে কায়স গোত্রের প্রতিনিধি দলকে বলেছিলেন, তোমরা যে গনীমত সংগ্রহ কর তা থেকে এক পঞ্চমাংশ (বায়তুল মালে) প্রদান করতে তোমাদের আমি নির্দেশ দিচ্ছি। সহীহ, সংক্ষিপ্ত বুখারী ৪০, ঈমান-আবূ উবাইদ ৫৯/১, নাসাঈ, তিরমিজী হাদিস নম্বরঃ ১৫৯৯ [আল মাদানী প্রকাশনী]

হাদীসটিতে আরো কাহিনী রয়েছে। ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, এই হাদীসটি হাসান-সহীহ। কুতায়বা (রহঃ) ... ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহ থেকে অনুরূপ হাদীস বর্ণনা করেছেন।

باب مَا جَاءَ فِي الْخُمُسِ

حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا عَبَّادُ بْنُ عَبَّادٍ الْمُهَلَّبِيُّ، عَنْ أَبِي جَمْرَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ لِوَفْدِ عَبْدِ الْقَيْسِ ‏ "‏ آمُرُكُمْ أَنْ تُؤَدُّوا خُمُسَ مَا غَنِمْتُمْ ‏"‏ ‏.‏ قَالَ وَفِي الْحَدِيثِ قِصَّةٌ ‏.‏ قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ ‏.‏ حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ أَبِي جَمْرَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، نَحْوَهُ ‏.‏


Narrated Ibn 'Abbas: That the Prophet (ﷺ) said to a delegation from 'Abdul-Qais: "I order you to give the Khumus from your spoils of war." He said: There is a story with this Hadith [Abu 'Eisa said:] This Hadith is Hasan Sahih. Another chain with similar narration.