হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
security code
৫১৭

পরিচ্ছেদঃ পায়ে হেঁটে ও আরোহী অবস্থায় ভয়কালীন নামায পড়া

৫১৭) ইবনে উমার (রাঃ) হতে এক বর্ণনায় এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ শত্রু সংখ্যা (ভয়) যদি অধিক হয় তাহলে পায়ে (হাঁটা অবস্থায়) দাঁড়িয়ে এবং আরোহী অবস্থায় নামায আদায় করবে।

টিকাঃ শত্রু সংখ্যা যদি প্রচুর হয় এবং ভয় যদি এত বেশী হয় যে, পূর্বোক্ত নিয়মে নামায পড়া সম্ভব না হয়, তাহলে চলন্ত অবস্থায় এবং আরোহী অবস্থায় অর্থাৎ যেভাবেই সম্ভব হয়, নামায আদায় করবে।

باب صَلاَةِ الْخَوْفِ رِجَالاً وَرُكْبَانًا رَاجِلٌ قَائِمٌ

৫১৭ـ عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ الله عَنْهُمَا-في رواية- قال عَنِ النَّبِيِّ : وَإِنْ كَانُوا أَكْثَرَ مِنْ ذَلِكَ فَلْيُصَلُّوا قِيَامًا وَرُكْبَانًا

The Salat-ul-Khauf while standing or riding


Narrated Ibn `Umar:

Ibn `Umar added, "The Prophet (ﷺ) said, 'If the number of the enemy is greater than the Muslims, they can pray while standing or riding (individually).' "