হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
১৬১
পরিচ্ছেদঃ ৪) কাপড় ইত্যাদিতে পেশাব লেগে যাওয়া এবং তা থেকে মুক্ত না হওয়ার ব্যাপারে ভীতি প্রদর্শন
১৬১. (সহীহ) আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ ’’বেশীরভাগ কবরের আযাব পেশাবের কারণে হয়ে থাকে।’’
(হাদীছটি বর্ণনা করেছেন আহমাদ ২/৩২৬, ইবনে মাজাহ্ ৩৪৮ ও হাকেম ১/১৮৩। হাদীছের বাক্য ইবনে মাজাহর এবং হাকেম বলেন, শায়খায়নের শর্তানুযায়ী হাদীছটি সহীহ্)
الترهيب من إصابة البول الثوب وغيره وعدم الاستبراء منه
(صحيح) و عَنْ أبِيْ هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَكْثَرُ عَذَابِ الْقَبْرِ مِنْ الْبَوْلِ. رواه أحمد وابن ماجه واللفظ له والحاكم