পরিচ্ছেদঃ ৬৬: সালাত সংক্ষেপ করা (পরিপূর্ণভাবে আদায় না করা)
১৩১২. আহমাদ ইবনু সুলায়মান (রহ.) ..... হুযায়ফাহ (রাঃ) হতে বর্ণিত। তিনি এক ব্যক্তিকে দেখলেন সে সংক্ষেপে সালাত আদায় করেছে। হুযায়ফাহ (রাঃ) তাঁকে বললেন, তুমি কতদিন হতে এভাবে সালাত আদায় করেছ? সে বলল, চল্লিশ বৎসর যাবৎ। তিনি বললেন, তুমি চল্লিশ বৎসর যাবৎ সালাত আদায় করনি। যদি তুমি এভাবে সালাত আদায় করতে পারতে ইন্তিকাল কর তা হলে তুমি মুহাম্মাদ (সা.)-এর সালাতের তরীকা ব্যতীত ইন্তিকাল করবে। এরপর তিনি বললেন, কোন ব্যক্তি সালাতে কিরাআত সংক্ষিপ্ত করতে পারে এভাবে যে, সে সালাতে ফরয ওয়াজিবসমূহ ঠিকমত পড়বে এবং সালাত সুন্দরভাবে আদায় করবে।”
بَاب تَطْفِيفِ الصَّلَاةِ
أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ سُلَيْمَانَ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ آدَمَ، قَالَ: حَدَّثَنَا مَالِكٌ وَهُوَ ابْنُ مِغْوَلٍ، عَنْ طَلْحَةَ بْنِ مُصَرِّفٍ، عَنْزَيْدِ بْنِ وَهْبٍ، عَنْ حُذَيْفَةَ، أَنَّهُ رَأَى رَجُلًا يُصَلِّي فَطَفَّفَ، فَقَالَ لَهُ حُذَيْفَةُ: مُنْذُ كَمْ تُصَلِّي هَذِهِ الصَّلَاةَ ؟ قَالَ: مُنْذُ أَرْبَعِينَ عَامًا، قَالَ: مَا صَلَّيْتَ مُنْذُ أَرْبَعِينَ سَنَةً وَلَوْ مِتَّ وَأَنْتَ تُصَلِّي هَذِهِ الصَّلَاةَ، لَمِتَّ عَلَى غَيْرِ فِطْرَةِ مُحَمَّدٍ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، ثُمَّ قَالَ: إِنَّ الرَّجُلَ لَيُخَفِّفُ وَيُتِمُّ وَيُحْسِنُ . تخریج دارالدعوہ: صحیح البخاری/الأذان ۱۱۹ (۷۹۱) مختصراً، مسند احمد ۵/۳۸۴، (تحفة الأشراف: ۳۳۲۹) (صحیح) صحيح وضعيف سنن النسائي الألباني: حديث نمبر 1313 - صحيح الإسناد
66. Not Praying Properly
It was narrated from Hudhaifah that: He saw a man praying (And his bowing and prostration) were lacking. Hudhaifah said to him: 'For how long have you been praying like this?' He said: For forty years.' He said: 'You have not been praying for forty years and if you die praying like this, you will have died following a path other than the path of Muhammad (ﷺ). Then he said: 'It is possible for a man to pray briefly, but still do it properly.