হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
১২৪৭
পরিচ্ছেদঃ ২৫: (সালাত আদায়কালে সন্দেহ হলে) ভেবে দেখা
হাদিস একাডেমি নাম্বারঃ ১২৪৭, আন্তর্জাতিক নাম্বারঃ ১২৪৮
১২৪৭. সুওয়াইদ ইবনু নাসর (রহ.) ..... ইব্রাহীম (রহ.) হতে বর্ণিত। তিনি বলেন, সাহাবীগণ বলতেন, কেউ যদি সালাতে সন্দেহে পতিত হয় তা হলে সে যেন কোন্টা সঠিক তা ভেবে দেখে তারপর দু’টি সিজদা করে নেয়।
সহীহ মাওকুফ: নাসায়ী’র “সুনানুল কুবরা” ১১৬৯।
بَاب التَّحَرِّي
أخبرنا سويد بن نصر قال أنبأنا عبد الله عن بن عون عن إبراهيم قال: كانوا يقولون إذا أوهم يتحرى الصواب ثم يسجد سجدتين . تخریج دارالدعوہ: تفرد بہ المؤلف (صحیح الإسناد) صحيح وضعيف سنن النسائي الألباني: حديث نمبر 1248 - صحيح الإسناد موقوف
25. Estimating (What Is Most Likely The Case)
It was narrated that Ibrahim said: They used to say: 'If one is not sure of what he estimates is correct, then prostrate twice.'
হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ