পরিচ্ছেদঃ ২১: ঋতুমতী স্ত্রী স্বামীর মাথা ধৌত করে দেয়া প্রসঙ্গ
৩৮৯. কুতায়বাহ্ (রহ.) ..... ’আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আমি ঋতুমতী অবস্থায় রাসূলুল্লাহ (সা.) -এর মাথায় চিরুণী করে দিতাম।
غسل الحائض رأس زوجها
أَخْبَرَنَا قُتَيْبَةُ، عَنْ مَالِكٍ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قالت: كُنْتُ أُرَجِّلُ رَأْسَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَنَا حَائِضٌ . تخریج دارالدعوہ: انظر حدیث رقم: ۲۷۸ (صحیح) صحيح وضعيف سنن النسائي الألباني: حديث نمبر 389 - صحيح
21. A Menstruating Woman Washing Her Husband's Head
It was narrated that 'Aishah said: I used to comb the hair of the Messenger of Allah (ﷺ) while I was menstruating.