পরিচ্ছেদঃ ৭৯. রাত ও দিনের নফল নামায
১৫১৮(৪). আবদুল্লাহ ইবনে আবু দাউদ (রহঃ) ... আল-মুত্তালিব (রাঃ) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ (নফল) নামায দুই দুই রাআত করে পড়তে হয়। তুমি প্রতি দুই রাআত অন্তর তাশাহহুদ পড়বে এবং বিনয়-নম্রতা সহকারে, শান্তভাবে ও একাগ্রতার সাথে তোমার হাত তুলবে এবং বলবে, হে আল্লাহ! হে আল্লাহ! যে ব্যক্তি এরূপ করেনি তার নামায অসম্পূর্ণ (ত্রুটিযুক্ত)। এই হাদীস আল-লাইছ (রহঃ) আবদে রব্বিহি-ইমরান ইবনে আবু আনাস (রহঃ) সূত্রে বর্ণনা করেছেন এবং আল-ফাদল ইবনুল আব্বাস (রাঃ) থেকে এর সনদ বর্ণনা করেছেন।
بَابُ صَلَاةِ النَّافِلَةِ فِي اللَّيْلِ وَالنَّهَارِ
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ أَبِي دَاوُدَ ، ثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ ، ثَنَا مُعَاذُ بْنُ مُعَاذٍ وَابْنُ أَبِي عَدِيٍّ وَسَهْلُ بْنُ يُوسُفَ عَنْ شُعْبَةَ عَنْ عَبْدِ رَبِّهِ بْنِ سَعِيدٍ عَنْ أَنَسِ بْنِ أَبِي أَنَسٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ نَافِعِ ابْنِ الْعَمْيَاءِ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الْحَارِثِ عَنِ الْمُطَّلِبِ عَنِ النَّبِيِّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - قَالَ : " الصَّلَاةُ مَثْنَى مَثْنَى أَنْ تَشْهَدَ فِي كُلِّ رَكْعَتَيْنِ وَتَبَأَّسَ وَتَمَسْكَنَ وَتُقْنِعَ بِيَدِكَ وَتَقُولَ : اللَّهُمَّ اللَّهُمَّ ، فَمَنْ لَمْ يَفْعَلْ ذَلِكَ فَهِيَ خِدَاجٌ " . رَوَاهُ اللَّيْثُ - يَعْنِي ابْنَ سَعْدٍ - عَنْ عَبْدِ رَبِّهِ عَنْ عِمْرَانَ بْنِ أَبِي أَنَسٍ وَأَسْنَدَهُ عَنِ الْفَضْلِ بْنِ الْعَبَّاسِ