হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
security code
১৪৮২

পরিচ্ছেদঃ ৭৩. জানাযার নামাযের তাকবীরসমূহের বর্ণনা

১৪৮২(১). উসমান ইবনে আহমাদ আদ-দাক্‌কাক (রহঃ) ... সা’সাআ ইবনে সূহান (রহঃ) থেকে বর্ণিত। আলী (রাঃ) ইরাকে (জানাযার নামাযে) পাঁচ, চার ও সাত তাকবীর দেন। তিনি বলতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগারো, নয়, সাত, ছয়, পাঁচ ও চার তাকবীর বলেছেন।

بَابُ بَيَانِ تَكْبِيرَاتِ صَلَاةِ الْجَنَازَةِ

حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَحْمَدَ الدَّقَّاقُ ، ثَنَا مُحَمَّدُ بْنُ الْحُسَيْنِ بْنِ حَبِيبٍ الْقَاضِي أَبُو حُصَيْنٍ ، ثَنَا عَوْنُ بْنُ سَلَامٍ الْقُرَشِيُّ ، ثَنَا عَمْرُو بْنُ شَمِرٍ عَنْ جَابِرٍ عَنِ الشَّعْبِيِّ عَنْ صَعْصَعَةَ بْنِ صُوحَانَ أَنَّ عَلِيًّا كَبَّرَ بِالْعِرَاقِ الْخَمْسَ وَالْأَرْبَعَ وَالسَّبْعَ ، وَكَانَ يَقُولُ : قَدْ كَبَّرَ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - إِحْدَى عَشْرَةَ وَتِسْعًا وَسَبْعًا وَسِتًّا وَخَمْسًا وَأَرْبَعًا


হাদিসের মানঃ তাহকীক অপেক্ষমাণ
পুনঃনিরীক্ষণঃ