হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
security code
১৩১২

পরিচ্ছেদঃ ৪৬. তাশাহ্‌হুদের সাথে নবী (ﷺ) এর প্রতি দরূদ পাঠ আবশ্যক এবং প্রাসংগিক বিভিন্নরূপ হাদীস

১৩১২(৪). আবুল হুসাইন আলী ইবনে আবদুর রহমান ইবনে ঈসা আল-কাতিব (রহঃ) ... আয়েশা (রাঃ) বলেন, নিশ্চয়ই আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছিঃ পবিত্রতা অর্জন এবং আমার উপর দরূদ পাঠ ব্যতীত নামায কবুল হয় না। আমর ইবনে শিমর ও জাবের হাদীসশাস্ত্রে দুর্বল।

بَابُ ذِكْرِ وُجُوبِ الصَّلَاةِ عَلَى النَّبِيِّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - فِي التَّشَهُّدِ وَاخْتِلَافِ الرِّوَايَاتِ فِي ذَلِكَ

حَدَّثَنَا أَبُو الْحُسَيْنِ عَلِيُّ بْنُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عِيسَى الْكَاتِبُ مِنْ أَصْلِ كِتَابِهِ نَا الْحُسَيْنُ بْنُ الْحَكَمِ بْنِ مُسْلِمٍ الْحِبَرِيُّ ، ثَنَا سَعِيدُ بْنُ عُثْمَانَ الْخَزَّازُ ، ثَنَا عَمْرُو بْنُ شَمِرٍ عَنْ جَابِرٍ قَالَ : قَالَ الشَّعْبِيُّ : سَمِعْتُ مَسْرُوقَ بْنَ الْأَجْدَعِ يَقُولُ : قَالَتْ عَائِشَةُ : إِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - يَقُولُ " لَا تُقْبَلُ صَلَاةٌ إلََّا بِطَهُورٍ وَبِالصَّلَاةِ عَلَيَّ " . عَمْرُو بْنُ شَمِرٍ وَجَابِرٌ الْجُعْفِيُّ ضَعِيفَانِ


হাদিসের মানঃ তাহকীক অপেক্ষমাণ
পুনঃনিরীক্ষণঃ