হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
security code
১২৯২

পরিচ্ছেদঃ ৪৪. দুই সিজদার মাঝখানে এবং তাশাহ্‌হুদের জন্য বসার বর্ণনা

১২৯২(১). ইবনে সায়েদ (রহঃ) ... আবদুল্লাহ ইবনে উমার (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নামাযের সুন্নাত নিয়ম এই যে, তুমি বাম পা বিছিয়ে দিবে এবং ডান পা খাড়া রাখবে। এই হাদীস কেবল আবদুল ওয়াহ্‌হাব (রহঃ) এককভাবে বর্ণনা করেছেন।

بَابُ صِفَةِ الْجُلُوسِ لِلتَّشَهُّدِ وَبَيْنَ السَّجْدَتَيْنِ

حَدَّثَنَا ابْنُ صَاعِدٍ ، ، ثَنَا مُحَمَّدُ بْنُ عَمْرِو بْنِ الْعَبَّاسِ وَبُنْدَارٌ قَالَا : نَا عَبْدُ الْوَهَّابِ ح وَحَدَّثَنَا أَحْمَدُ بْنُ إِسْحَاقَ بْنِ الْبُهْلُولِ الْقَاضِي حَدَّثَنَا أَبُو مُوسَى مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ، وَاللَّفْظُ لِأَبِي مُوسَى ، قَالَ : ثَنَا عَبْدُ الْوَهَّابِ ، ثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ عُمَرَ عَنِ الْقَاسِمِ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ قَالَ : سُنَّةُ الصَّلَاةِ أَنْ تَفْتَرِشَ الْيُسْرَى وَتَنْصِبَ الْيُمْنَى . تَفَرَّدَ بِهِ عَبْدُ الْوَهَّابِ


হাদিসের মানঃ তাহকীক অপেক্ষমাণ
পুনঃনিরীক্ষণঃ