হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
security code
১২৯১

পরিচ্ছেদঃ ৪৩. (সিজদায়) কপাল ও নাক (মাটিতে) রাখা আবশ্যক

১২৯১(৪)। ইয়াকূব ইবনে ইবরাহীম আল-বায্‌যায (রহঃ) ... আবদুল আযীয ইবনে উবায়দুল্লাহ (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি ওয়াহব ইবনে কায়সান (রহঃ)-কে বললাম, হে আবু নুআইম! আপনার কী হয়েছে? আপনি আপনার কপাল ও নাক মাটিতে স্থাপন করেন না কেন? তিনি বলেন, কারণ আমি জাবের ইবনে আবদুল্লাহ (রাঃ)-কে বলতে শুনেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে তার কপালের উপরিভাগ দ্বারা কেশগুচ্ছের উপর সিজদা করতে দেখেছি।

এই হাদীস কেবল আবদুল আযীয ইবনে উবায়দুল্লাহ একাই ওয়াহব (রহঃ) থেকে বর্ণনা করেছেন এবং তিনি শক্তিশালী রাবী নন।

بَابُ وُجُوبِ وَضْعِ الْجَبْهَةِ وَالْأَنْفِ

حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ الْبَزَّازُ ، وَجَمَاعَةٌ ، قَالُوا : ثَنَا الْحَسَنُ بْنُ عَرَفَةَ ، ثَنَا إِسْمَاعِيلُ بْنُ عَيَّاشٍ ، عَنْ عَبْدِ الْعَزِيزِ بْنِ عُبَيْدِ اللَّهِ ، قَالَ : قُلْتُ لِوَهْبِ بْنِ كَيْسَانَ : يَا أَبَا نُعَيْمٍ ، مَا لَكَ لَا تُمَكِّنُ جَبْهَتَكَ وَأَنْفَكَ مِنَ الْأَرْضِ ؟ قَالَ : ذَلِكَ أَنِّي سَمِعْتُ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ ، يَقُولُ : رَأَيْتُ رَسُولَ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - يَسْجُدُ بِأَعْلَى جَبْهَتِهِ عَلَى قِصَاصِ الشَّعَرِ . تَفَرَّدَ بِهِ عَبْدُ الْعَزِيزِ بْنُ عُبَيْدِ اللَّهِ عَنْ وَهْبٍ ، وَلَيْسَ بِالْقَوِيِّ


হাদিসের মানঃ তাহকীক অপেক্ষমাণ
পুনঃনিরীক্ষণঃ