হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
security code
১১৬০

পরিচ্ছেদঃ ৩০. নামাযে উচ্চস্বরে বিসমিল্লাহির রহমানির রাহীম পড়া ওয়াজিব এবং এ সম্পর্কে হাদীসসমূহের বিভিন্নতা

১১৬০(৩৩). আবু বাকর আন-নায়পুরী (রহঃ) ... আনাস ইবনে মালেক (রাঃ) বলেন, মুআবিয়া (রাঃ) মদীনায় এক ওয়াক্তের নামায পড়ালেন, যাতে প্রকাশ্যে কিরাআত পড়তে হয়। তাতে তিনি সূরা আল-ফাতিহার সাথে এবং সূরা আল-ফাতিহার পর অন্য কোন সূরার সাথে বিসমিল্লাহির রহমানির রাহীম পড়েননি। তিনি (রুকু-সিজদায় যেতে) ঝুঁকার সময় আল্লাহু আকবারও বলেননি এবং এভাবে সেই নামায শেষ করলেন। তিনি সালাম ফিরালে পর এই নামাযে অংশগ্রহণকারী মুহাজির ও আনসার সাহাবীগণ, যারা শুনেছেন, নিজ নিজ জায়গা থেকে আওয়াজ তুললেন, হে মুআবিয়া! আপনি কি নামায চুরি করেছেন নাকি ভুলে গেছেন? রাবী বলেন, এরপর থেকে যখন তিনি নামায পড়তেন তখন সূরা আল-ফাতিহার আগে ও সূরা আল-ফাতিহার পরের সূরা (পড়ার) আগে বিসমিল্লাহির রহমানির রাহীম পড়তেন এবং (রুকু-সিজদায় যেতে) ঝুঁকতে তাকবীর বলতেন। এই হাদীসের সকল রাবী নির্ভরযোগ্য।

بَابُ وُجُوبِ قِرَاءَةِ ( بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ ) فِي الصَّلَاةِ ، وَالْجَهْرِ بِهَا ، وَاخْتِلَافِ الرِّوَايَاتِ فِي ذَلِكَ

حَدَّثَنَا أَبُو بَكْرٍ النَّيْسَابُورِيُّ ، حَدَّثَنَا الْحَسَنُ بْنُ يَحْيَى الْجُرْجَانِيُّ ، ثَنَا عَبْدُ الرَّزَّاقِ ، أَنَا ابْنُ جُرَيْجٍ ، ح : وَحَدَّثَنَا أَبُو بَكْرٍ ، ثَنَا الرَّبِيعُ بْنُ سُلَيْمَانَ ، أَنَا الشَّافِعِيُّ ، أَنَا عَبْدُ الْمَجِيدِ بْنُ عَبْدِ الْعَزِيزِ ، عَنِ ابْنِ جُرَيْجٍ ، أَخْبَرَنِي عَبْدُ اللَّهِ بْنُ عُثْمَانَ بْنِ خُثَيْمٍ : أَنَّ أَبَا بَكْرِ بْنَ حَفْصِ بْنِ عُمَرَ أَخْبَرَهُ : أَنَّ أَنَسَ بْنَ مَالِكٍ أَخْبَرَهُ : قَالَ : صَلَّى مُعَاوِيَةُ بِالْمَدِينَةِ صَلَاةً فَجَهَرَ فِيهَا بِالْقِرَاءَةِ ، فَلَمْ يَقْرَأْ : ( بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ ) لِأُمِّ الْقُرْآنِ ، وَلَمْ يَقْرَأْ بِهَا لِلسُّورَةِ الَّتِي بَعْدَهَا ، وَلَمْ يُكَبِّرْ حِينَ يَهْوِي ، حَتَّى قَضَى تِلْكَ الصَّلَاةَ ، فَلَمَّا سَلَّمَ ، نَادَاهُ مَنْ سَمِعَ ذَلِكَ مِنَ الْمُهَاجِرِينَ وَالْأَنْصَارِ مِنْ كُلِّ مَكَانٍ : يَا مُعَاوِيَةُ ، أَسَرَقْتَ الصَّلَاةَ أَمْ نَسِيتَ ؟ قَالَ : فَلَمْ يُصَلِّ بَعْدَ ذَلِكَ إِلَّا قَرَأَ : ( بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ ) - لِأُمِّ الْقُرْآنِ ، وَلِلسُّورَةِ الَّتِي بَعْدَهَا ، وَكَبَّرَ حِينَ يَهْوِي سَاجِدًا . كُلُّهُمْ ثِقَاتٌ


হাদিসের মানঃ তাহকীক অপেক্ষমাণ
বর্ণনাকারীঃ আনাস ইবনু মালিক (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ