হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
security code
১১৫৬

পরিচ্ছেদঃ ৩০. নামাযে উচ্চস্বরে বিসমিল্লাহির রহমানির রাহীম পড়া ওয়াজিব এবং এ সম্পর্কে হাদীসসমূহের বিভিন্নতা

১১৫৬(২৯). আল-হুসাইন ইবনে ইয়াহইয়া ইবনে আয়্যাশ আল-কাত্তান (রহঃ) ... ইবনে বুরায়দা (রহঃ) থেকে তার পিতার সূত্রে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ আমি মসজিদ থেকে বের হওয়ার পূর্বেই তোমাকে একটি আয়াত সম্পর্কে অবহিত করবো অথবা একটি সূরা সম্পর্কে অবহিত করবো, যা সুলায়মান (আ.)-এর পর আমি ব্যতীত অন্য কোন নবীর উপর নাযিল করা হয়নি। রাবী বলেন, অতঃপর তিনি হেঁটে চললেন এবং আমি তাঁর অনুসরণ করলাম, এমনকি তিনি মসজিদের দরজায় পৌছলেন এবং তার এক পা মসজিদের চৌকাঠের বাইরে বের করেছেন এবং অপর পা মসজিদের ভিতরে ছিল। আমি মনে মনে বললাম, তিনি কি ভুলে গেলেন? রাবী বলেন, অতঃপর তিনি সশরীরে আমার দিকে ফিরে বললেনঃ তুমি নামায পড়া শুরু করে কিসের মাধ্যমে কিরাআত পাঠ আরম্ভ করো? রাবী বলেন, আমি বললাম, বিসমিল্লাহির রহমানির রাহীম-এর মাধ্যমে। তিনি বলেনঃ এটাই এটাই, অতঃপর তিনি (মসজিদ থেকে) বের হলেন।

بَابُ وُجُوبِ قِرَاءَةِ ( بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ ) فِي الصَّلَاةِ ، وَالْجَهْرِ بِهَا ، وَاخْتِلَافِ الرِّوَايَاتِ فِي ذَلِكَ

حَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ يَحْيَى بْنِ عَيَّاشٍ الْقَطَّانُ ، ثَنَا إِبْرَاهِيمُ بْنُ مُجَشِّرٍ ، ثَنَا سَلَمَةُ بْنُ صَالِحٍ الْأَحْمَرُ ، عَنْ يَزِيدَ أَبِي خَالِدٍ ، عَنْ عَبْدِ الْكَرِيمِ أَبِي أُمَيَّةَ ، عَنِ ابْنِ بُرَيْدَةَ ، عَنْ أَبِيهِ ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - : " لَا أَخْرُجُ مِنَ الْمَسْجِدِ حَتَّى أُخْبِرَكَ بِآيَةٍ ، أَوْ بِسُورَةٍ لَمْ تَنْزِلْ عَلَى نَبِيٍّ بَعْدَ سُلَيْمَانَ غَيْرِي " ، قَالَ : فَمَشَى ، وَتَبِعْتُهُ حَتَّى انْتَهَى إِلَى بَابِ الْمَسْجِدِ ، فَأَخْرَجَ رِجْلَهُ مِنْ أُسْكُفَّةِ الْمَسْجِدِ ، وَبَقِيَتِ الْأُخْرَى فِي الْمَسْجِدِ ، فَقُلْتُ بَيْنِي وَبَيْنَ نَفْسِي : أَنَسِيَ ؟ قَالَ : فَأَقْبَلَ عَلَيَّ بِوَجْهِهِ وَقَالَ : " بِأَيِّ شَيْءٍ تَفْتَحُ الْقِرَاءَةَ ، إِذَا افْتَتَحْتَ الصَّلَاةَ ؟ " قَالَ : قُلْتُ : بِ ( بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ ) ، قَالَ : " هِيَ هِيَ " ، ثُمَّ خَرَجَ


হাদিসের মানঃ তাহকীক অপেক্ষমাণ
পুনঃনিরীক্ষণঃ