হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
security code
১০৫৯

পরিচ্ছেদঃ ২২. ইমাম হওয়ার যোগ্য লোক

১০৫৯(২). আলী ইবনে মুহাম্মাদ আল-মিসরী (রহঃ) ... আবু মাসউদ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ লোকজনের মধ্যে যে ব্যক্তি কুরআনের জ্ঞানে অধিক অগ্রগামী সে তাদের ইমামতি করবে। যদি তারা কুরআনের জ্ঞানে সমান অগ্রগামী হয় তাহলে তাদের মধ্যে যে ব্যক্তি সর্বাগ্রে হিজরত করেছে। যদি এ ব্যাপারেও তারা সমান হয় তাহলে তাদের মধ্যে যে ব্যক্তি দীন ইসলামের বিষয়ে অধিক প্রজ্ঞাবান (ফকীহ)। প্রজ্ঞায় তারা সমকক্ষ হলে তাদের মধ্যে যে ব্যক্তি বয়সে প্রবীণ (সে তাদের ইমামতি করবে)।

بَابُ : مَنْ أَحَقُّ بِالْإِمَامَةِ

حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ الْمِصْرِيُّ ، نَا أَبُو الزِّنْبَاعِ ، نَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، نَا اللَّيْثُ ، عَنْ جَرِيرِ بْنِ حَازِمٍ ، عَنِ الْأَعْمَشِ ، عَنْ إِسْمَاعِيلَ بْنِ رَجَاءٍ ، عَنْ أَوْسِ بْنِ ضَمْعَجٍ ، عَنْ أَبِي مَسْعُودٍ ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - : " يَؤُمُّ الْقَوْمَ أَكْثَرُهُمْ قُرْآنًا ، فَإِنْ كَانُوا فِي الْقُرْآنِ وَاحِدًا فَأَقْدَمُهُمْ هِجْرَةً ، فَإِنْ كَانُوا فِي الْهِجْرَةِ وَاحِدًا فَأَفْقَهُهُمْ فِقْهًا ، فَإِنْ كَانَ الْفِقْهُ وَاحِدًا فَأَكْبَرُهُمْ سِنًّا


হাদিসের মানঃ তাহকীক অপেক্ষমাণ
পুনঃনিরীক্ষণঃ