হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
security code
১০৩৯

পরিচ্ছেদঃ ১৫. কিবলা নির্ধারণের জন্য যথাসাধ্য চেষ্টা করা এবং এ ব্যাপারে অনুমান করা বৈধ

১০৩৯(৬). ইবনে সায়েদ (রহঃ) ... আশআছ ইবনে সাঈদ আবুর-রবী আস-সাম্মান (রহঃ) এই সূত্রে বর্ণনা করেন। রাবী বলেন, আমাদের প্রত্যেক ব্যক্তি নিজের সামনে পাথর রেখে সেদিকে ফিরে নামায পড়ে। ভাের হলে আমরা বুঝতে পারলাম, আমরা কিবলার বিপরীত দিকে ফিরে নামায পড়েছি। আমরা এই ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সামনে আলোচনা করলাম ... পূর্বোক্ত হাদীসের অনুরূপ।

بَابُ الِاجْتِهَادِ فِي الْقِبْلَةِ وَجَوَازِ التَّحَرِّي فِي ذَلِكَ

حَدَّثَنَا ابْنُ صَاعِدٍ ، ثَنَا يُوسُفُ بْنُ مُوسَى ، وَعَلِيُّ بْنُ إِشْكَابٍ ، ح : وَحَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ إِسْمَاعِيلَ ، ثَنَا يُوسُفُ بْنُ مُوسَى ، قَالَا : نَا يَزِيدُ بْنُ هَارُونَ ، أَنَا أَشْعَثُ بْنُ سَعِيدٍ أَبُو الرَّبِيعِ السَّمَّانُ ...... بِهَذَا ، وَقَالَ : فَجَعَلَ كُلُّ رَجُلٍ مِنَّا بَيْنَ يَدَيْهِ أَحْجَارًا يُصَلِّي إِلَيْهَا ، فَلَمَّا أَصْبَحْنَا إِذَا نَحْنُ إِلَى غَيْرِ الْقِبْلَةِ ، فَذَكَرْنَا ذَلِكَ لِلنَّبِيِّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - ..... مِثْلَهُ


হাদিসের মানঃ তাহকীক অপেক্ষমাণ
বর্ণনাকারীঃ আশ'আছ ইবনে সাঈদ (রহঃ)
পুনঃনিরীক্ষণঃ