পরিচ্ছেদঃ ৭. ইকামত এবং এ সম্পর্কিত হাদীস বর্ণনায় মতভেদ
৯১৬(৩৪). আবু উমার আল-কাযী (রহঃ) ... আল-আসওয়াদ (রহঃ) থেকে বর্ণিত। বিলাল (রাঃ) আযানের শব্দগুলো দুইবার করে বলতেন এবং ইকামতের শব্দগুলোও দুইবার করে বলতেন। তিনি তাকবীর (আল্লাহু আকবার) দ্বারা (আযান) আরম্ভ করতেন এবং তাকবীর (আল্লাহু আকবার) দ্বারা তা শেষ করতেন।
بَابُ ذِكْرِ الْإِقَامَةِ ، وَاخْتِلَافِ الرِّوَايَاتِ فِيهَا
حَدَّثَنَا أَبُو عُمَرَ الْقَاضِي ، ثَنَا الْحَسَنُ بْنُ أَبِي الرَّبِيعِ ، ح : وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ إِسْمَاعِيلَ الْفَارِسِيُّ ، ثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ ، قَالَا : حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ ، أَنَا مَعْمَرٌ ، عَنْ حَمَّادٍ ، عَنْ إِبْرَاهِيمَ ، عَنِ الْأَسْوَدِ : " أَنَّ بِلَالًا كَانَ يُثَنِّي الْأَذَانَ وَيُثَنِّي الْإِقَامَةَ ، وَأَنَّهُ كَانَ يَبْدَأُ بِالتَّكْبِيرِ وَيَخْتِمُ بِالتَّكْبِيرِ