হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
৯০৮
পরিচ্ছেদঃ ৭. ইকামত এবং এ সম্পর্কিত হাদীস বর্ণনায় মতভেদ
৯০৮(২৬). আবু উমার আল-কাযী (রহঃ) ... সালামা ইবনুল আকওয়া (রাঃ) থেকে বর্ণিত। তিনি সকলের সাথে জামায়াতে নামায না পেলে একাকী আযান ও ইকামত দিয়ে নামায পড়তেন এবং ইকামতের শব্দগুলো দুইবার বলতেন। এটি মাওকূফ হাদীস।
بَابُ ذِكْرِ الْإِقَامَةِ ، وَاخْتِلَافِ الرِّوَايَاتِ فِيهَا
حَدَّثَنَا أَبُو عُمَرَ الْقَاضِي ، ثَنَا ابْنُ الْجُنَيْدِ ، نَا أَبُو عَاصِمٍ ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي عُبَيْدٍ ، عَنْ سَلَمَةَ بْنِ الْأَكْوَعِ : " أَنَّهُ كَانَ إِذَا لَمْ يُدْرِكِ الصَّلَاةَ مَعَ الْقَوْمِ أَذَّنَ وَأَقَامَ ، وَيُثَنِّي الْإِقَامَةَ " . مَوْقُوفٌ