হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
৭৯২
পরিচ্ছেদঃ ১. ইসতিহাযা (রক্তপ্রদরের রোগিণী)
৭৯২(৩০). উসমান ইবনে আহমাদ আদ-দাক্কাক (রহঃ) ... আল-হাসান (রহঃ) থেকে বর্ণিত। উসমান ইবনে আবুল আস আস-সাকাফী (রাঃ) বলেন, ঋতুবতী নারীর দশ দিন অতিক্রান্ত হলে সে ইস্তিহাযার রোগিনী গণ্য হবে, সে গোসল করে নামায পড়বে।
حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَحْمَدَ الدَّقَّاقُ ، حَدَّثَنَا يَحْيَى بْنُ أَبِي طَالِبٍ ، نَا عَبْدُ الْوَهَّابِ ، أَنَا هِشَامُ بْنُ حَسَّانَ ، عَنِ الْحَسَنِ : أَنَّ عُثْمَانَ بْنَ أَبِي الْعَاصِ الثَّقَفِيَّ ، قَالَ : " الْحَائِضُ إِذَا جَاوَزَتْ عَشَرَةَ أَيَّامٍ فَهِيَ بِمَنْزِلَةِ الْمُسْتَحَاضَةِ ، تَغْتَسِلُ وَتُصَلِّي