হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
৬৭৮
পরিচ্ছেদঃ ৫৯. তাইয়াম্মুম
৬৭৮(৩৪). আবু উমার (রহঃ) ... আবু মালেক (রহঃ) বলেন, আমি আম্মার (রাঃ)-কে কূফায় তার ভাষণে বলতে শুনেছি, তিনি তাইয়াম্মুমের উল্লেখ করে নিজের হাত মাটিতে মারেন এবং (তা দ্বারা) নিজ মুখমণ্ডল ও উভয় হাত মসেহ করেন।
بَابُ التَّيَمُّمِ
حَدَّثَنَا أَبُو عُمَرَ ، نَا الْحَسَنُ بْنُ مُحَمَّدٍ ، ثَنَا شَبَابَةُ ، نَا شُعْبَةُ ، عَنْ حُصَيْنِ قَالَ : سَمِعْتُ أَبَا مَالِكٍ يَقُولُ : سَمِعْتُ عَمَّارَ بْنَ يَاسِرٍ يَخْطُبُ بِالْكُوفَةِ ، وَذَكَرَ التَّيَمُّمَ ، فَضَرَبَ بِيَدِهِ الْأَرْضَ فَمَسَحَ وَجْهَهُ وَيَدَيْهِ