হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
৬৬৯
পরিচ্ছেদঃ ৫৯. তাইয়াম্মুম
৬৬৯(২৫). আল-কাযী আবু উমার (রহঃ) ... ইবনে উমার (রাঃ) থেকে বর্ণিত। তিনি তাইয়াম্মুম করার সময় তার উভয় হাত একবার মাটিতে মারেন এবং তা দিয়ে তার মুখমণ্ডল মসেহ করেন, তারপর পুনর্বার তা মাটিতে মারেন এবং তা দিয়ে উভয় হাতের কনুই পর্যন্ত মসেহ করেন। তিনি হাত থেকে মাটি ঝারতেন না।
بَابُ التَّيَمُّمِ
حَدَّثَنَا الْقَاضِي أَبُو عُمَرَ ، ثَنَا أَحْمَدُ بْنُ مَنْصُورٍ ، نَا عَبْدُ الرَّزَّاقِ ، أَنَا مَعْمَرٌ ، عَنِ الزُّهْرِيِّ ، عَنْ سَالِمٍ ، عَنِ ابْنِ عُمَرَ : " أَنَّهُ كَانَ إِذَا تَيَمَّمَ ضَرَبَ بِيَدَيْهِ ضَرْبَةً ، فَمَسَحَ بِهِمَا وَجْهَهُ ، ثُمَّ ضَرَبَ بِيَدَيْهِ ضَرْبَةً أُخْرَى ، ثُمَّ مَسَحَ بِهِمَا يَدَيْهِ إِلَى الْمِرْفَقَيْنِ ، وَلَا يَنْفُضُ يَدَيْهِ مِنَ التُّرَابِ